প্রতি বৃহস্পতিবার রাতে আমি আমার কন্যাদের জিজ্ঞাসা করি এবং প্ল্যান করি ছুটির দুটো দিন তারা কীভাবে কাটাতে চায় এবং আমরা কীভাবে কাটাতে পারি। একদিন জিজ্ঞাসা করলাম মধু আমরা কী করতে পারি? মধু বললো মা আমরা নিজেদের মতো সময় কাটাতে পারি। নিজেদের মতো সময় কাটানোও তো একটা খেলা। এটা সে কোনো সময় হয়তো আমার কাছ থেকেই শুনে থাকবে। আমি চমকপ্রদ হলাম শুনে যে তার মনে আছে। যাহোক, একদিন এভাবেই তারা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। জানালা দিয়ে বাইরে দেখছিল, আবার ঘরের একপাশ থেকে আরেকপাশে দেখছিল; ব্যস এইতো নিজেদের মতো কিছু একটা করা। হয়তো ভাবা, চোখ বন্ধ করে শুয়ে থাকা, গান শোনা। নিজেদের সাথে সময় কাটানোর এই প্র্যাক্টিসটা আমরা বাড়িতে করি। আমিও করি এবং আমার কন্যারাও করে। এটা আমাকে আনন্দ দেয় হয়তো বড় হয়ে উঠতে উঠতে ওরাও আনন্দ খুঁজে পাবে!