আমার কন্যারা আমার জীবনে আসার পর সিদ্ধান্ত নিলাম ওদের সাথে ওদের মতো করেই সময় কাটাবো। ওদের সাথে শিশু হবো। বৃষ্টিতে ভিজবো, পানিতে ঝাপাবো, কাদায় মাখামাখি হয়ে খেলবো, ঘাসের বুকে খালি পায়ে হেঁটে বেড়াবো, ছেলেমানুষী করবো। না, ওদের বন্ধু হয়ে ওঠার ভাবনা ছিল না। ছিল না কঠিন মা হবার প্ল্যান। আমি ওদের অভিভাবক একই সাথে খেলার সাথী, সময় আর অসময়ের পাশে দাঁড়াবার মতো মানুষ। আমাদের সম্পর্ক হবে একে অপরের কাছ থেকে শেখার এবং সময়ের সাথে মানুষ হয়ে জন্মে নিজস্ব মানবীয় ক্ষমতাগুলো বোঝার এবং একই সাথে বুঝে, ভেবে, চিন্তা করে ক্ষমতাগুলো কাজে লাগানোর।