আমরা মাঝে মাঝে চিনি ও মধুকে পার্কে নিয়ে যাই। পার্কে যাবার সময় ওরা একটা ঝুড়ি নিয়ে যায়। ঝুড়িতে করে ফুল ও পাতা সংগ্রহ করে। পরে এগুলো দেখে ছবি আঁকা হয়, রং এর মধ্যে মাখিয়ে খাতায় ছাপ দেয়া হয়, ম্যাগ্নিফাইং গ্লাস দিয়ে দেখা হয়। প্রকৃতির বৈচিত্র্য সম্পর্কে একটা ধারণা দেবার চেষ্টা করা হয়। বোঝানোর চেষ্টা করা হয় গাছের প্রাণ আছে। গাছের যত্ন নেয়া সম্পর্কেও কথা হয়। মজার বিষয় হল আমাদের বাড়িতে চিনি ও মধুর দুজনের দুটো নিজস্ব টব আছে। টবের গায়ে ওদের নাম লেখা। ওরা দারুন উপভোগ করে গাছের সান্নিধ্য। অন্য কোন প্রাণী বাড়িতে নেই বা বন্দী করে রাখা হয়নি তাই গাছের যত্ন দিয়েই ওদের মধ্যে যত্ন নেবার একটা সুন্দর অভ্যাস তৈরি করার চেষ্টা চলছে আমার।