রোবট বানানোর একটা দারুণ বিষয় লক্ষ করেছি আমি। রোবট বানানোর আনন্দ কাজ করে ক্যারেক্টার প্লে এর জন্য। বানানোর পর ডায়ালগ বলে বলে খেলে। ওদের হাটাতে চায়, কথা শোনাতে চায়। কনভারসেশনগুলো আমার দূর থেকে দারুন লেগেছে। আরেকটা বিষয় হল এখন কাগজ দিয়ে বানাতে বানাতে একটা সময় ওরা একটু বড় হলে নিজেরাই রোবটকে হাটানোর জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি জুড়ে দিতে পারবে।