চিনি ও মধুর একটা খেলার নাম কাটিকুটি খেলা। ওদের স্কুলে নানা অ্যাক্টিভিটি করতে হয়। কাটাকাটি আছে। শুরুতে খবরের কাগজ দিয়েই প্র্যাক্টিস করেছে। এখন হাতের দক্ষতা আগের চাইতে বেড়েছে। কাজ চালয়ে নেবার মতো কাটতে পারে। আমি এই খেলাকে সমর্থন করেছি কারন কাগজ কেটেই নানা কিছু বানিয়ে ফেলা যায়। হাতটা চালু হলে কাগজ কেটে বানিয়ে ফেলাটা সময় কাটানোর সাথে সাথে একটা দারুণ সৃজনশীল খেলা হয়ে উঠবে।