চিনি ও মধ্য আমার জীবনে আসার বহু আগে থেকেই আমার চিত্রকলা প্রদর্শনীতে যাবার অভ্যাস। এর একটা কারণ হল আমি নিজে একজন সৌখিন আঁকিয়ে। আরেকটা কারণ হল ‘বিস্ময়’। প্রদর্শনীতে গেলে নতুন নতুন আঁকার ধরন, আঁকার মাধ্যম, প্রকাশ করার ভাবনা সম্পর্কে ধারণা তৈরি হয়। মানুষের কল্পনার ক্ষমতা সম্পর্কে বিস্ময় জাগে। চিনি ও মধুর আগমনের পর আমি ওদের নিয়মিত চিত্রকলা প্রদর্শনীগুলোতে নিয়ে যেতে শুরু করি। শুরুর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছে। এরপর আস্তে আস্তে প্রশ্ন করা শুরু করেছে। এটা কী? কীভাবে একেছে, কী দিয়ে বানিয়েছে, অর্থ কী? কে করেছে? – এমন সব প্রশ্ন। আমার টার্গেট হল ওদের মধ্যে ভিজ্যুয়াল এনালিটিক্যাল ক্ষমতা তৈরি করা বা বাড়ানো। “Visual analysis is a method of understanding art that focuses on an artwork’s visual elements, such as color, line, texture, and scale. In its strictest definition, it is a description and explanation of visual structure for its own sake.”