শিশুদের সাথে শিশুদের আড্ডা দারুণ জমে। চিনি ও মধু যখনই ওদের কাজিনদের সাথে এক জায়গায় একত্রিত হয়, তখনই আড্ডায় মেতে ওঠে। প্রতিবার আড্ডা থেকে এরা নতুন কিছু না কিছু শিখে আসে। সেটা ভালো-মন্দ মিলিয়েই। এই যেমন খেলার মধ্য দিয়ে ওরা শেয়ার করতে শিখেছে আবার পছন্দের ভাই ও বোনের সাথে দল করতেও শিখেছে। মন্দ হলে আমি ঘাবড়ে যাই না। কারণ কোন না কোনভাবে ওদের বেশ কিছু দুষ্টুমি ওরাও শিখিয়ে দিয়ে আসে। শিশুতো শিশুই। ওরা একদিনে নয় সময়ের সাথে শিখবে। কিন্তু ভাই ও বোনের পাশাপাশি কাজিনদের সাথে একটা দারুণ সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে। সেটা আমার কাছে সবার আগে বিশস্ত খেলার সঙ্গী বলেই। কাজিনদের সাথেইতো নিয়মিত দেখা হয়। কাজেই ভালো বন্ধুত্ব তৈরি হলে একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়। আর তাছাড়া আমাদের এখন আর আগের মতো একান্নবর্তী পরিবার নয়। ভাই ও বোনের সংখ্যাও এক, দুই কি তিন। কাজেই কাজিনদের নিয়ে ভাই ও বোনের একটা বড় দল তৈরি হয়।