খুব ছোটবেলা থেকে লাইব্রেরিতে যাবার অভ্যাস চিনি ও মধুর। লাইব্রেরিতে গিয়ে প্রচুর বই পড়ে এমন নয়, কিন্তু বই দেখে। নানা বই উলটে পালটে দেখে। এই দেখার সুবিধে পেয়েছি স্কুলে ভর্তির সময়। তারা টেক্সট এর সাথে পরিচিত হয়ে গিয়েছিল। বইতে যে নানা বিষয়ের নানা কথা লেখা থাকে এই বিষয়টা ধরতে পেরেছিল। এখন ওদের বয়স ৪ এবং ৬ বছর। এখন তারা প্রচুর গল্প শুনে শুনে নিজের মতো করে বানাতে শিখেছে। খেলতে খেলতে গল্পের চরিত্রগুলো খেলায় আনতে পারে এখন। কথা বলার ক্ষেত্রে নতুন নতুন শব্দ যুক্ত হয়েছে। আসলে লাইব্রেরিতে যাওয়া আসা করার ফলেই বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে।