চিনি ও মধু দুজনের ব্লক খেলতে পছন্দ করে। চিনি ব্লক খেলায় বেশি সৃজনশীল, আরও ছোট থেকেই যখন সে হাত দিয়ে কোনমতে একটা ব্লকের উপরে আরেকটা ব্লক লাগাতে পারে। শুরুটা হয়েছিল উঁচু টাওয়ার বানানো দিয়ে। উঁচু বানাতে গিয়ে আস্তে আস্তে ব্যাল্যান্স করা শিখলো, মজবুত ফাউন্ডেশন সম্পর্কে ধারনা হল। উঁচু টাওয়ার বানিয়ে ফেলে দিয়ে মাটিতে ব্লকের পড়ে যাওয়ার শব্দটা খুব উপভোগ করতো। একটা সময় খেয়াল করলো যত উঁচু টাওয়ার পড়ে গেলো তত বেশী শব্দ! এ এক মজার খেলায় পরিণত হলো। এরপর শুরু হল ঘরের চারপাশে আছে এমন কিছু বানানো। যেমন বিছানা, সোফা বা ঘর। এখন ব্লক দিয়ে রকেট বানানো, ডায়নোসর বানানো, পাখি বানানো, নৌকা বানানো শিখেছে। একদিনের ঘটনা মনে পড়ছে। ওরা তখন থ্রি লিটল পিগস এর গল্পটা পড়েছে। গল্পে তিনি রকমের পদার্থ দিয়ে ঘর বানানো হয়। চিনি ও মধুও তাই দেখে ব্লক দিয়ে টাওয়ার বানালো। আমাকে ডেকে জিজ্ঞাসা করলো মা দেখো পড়ছে না! আমি বললাম, ‘দেখিতো!’ বলেই ব্লো করলাম খুব জোরে। পড়ে গেলো! কাঁদতে শুরু করলো চিনি। আমি বললাম আবার বানাও এটার ফাউন্ডেশন শক্ত হয়নি। সে আবার বানালো। আমি ব্লো করলাম আবার। এবার আর পড়লো না! চিনির মুখে সে কি হাসি! হাসি আর ধরে না! মাকে ভালো জব্দ করা গেছে!