কাশফুল আমার ভীষণ পছন্দ! কাশফুলের মাঝে হেঁটে বেড়ানোর অনুভূতি অসাধারণ! কিন্তু ঠিক ঢাকার ভেতরে এই অনুভূতি চিনি ও মধুকে দেবার সুযোগ কোথায়? একদিন ওদের দাদা যেখানে কাজে গেলেন সেখানে মাঠ ভর্তি কাশফুলের দেখা মিললো। আসার সময় চালককে দিয়ে কাশফুল নিয়ে এলেন। সেই কাশফুল নিয়ে ওদের প্রথম খেলার অনুভূতি! ফুঁ দিয়ে খেলছে, বাতাসে ওড়াচ্ছে, গালে ছোঁয়াচ্ছে! খুব সামান্য একটা ফুল কিভাবে ওদের জন্য একটা আনন্দের সময় এনে দিলো!