বাথরুমের বাথটাবে চিনি ও মধুর নানা রকম খেলার অভিজ্ঞতা হয়েছে। একেতো পানি ভর্তি করে সাঁতার কাটা, পুতুলদের গোসল করানো, ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভেজার অনুভূতি, এবং একা একা নিজেরাই মনের আনন্দে পানি নিয়ে খেলা। এর সবগুলোই ওদের আনন্দ দিয়েছে। গোসল করতে করতে সাবানের ফেনা দিয়ে দেয়ালে লেখালেখি খেলা, পানিতে বস্তু ভাসানো বা ডোবানো! আরও কত রকমের যে খেলা! একদিন ওরা খেলছিল পানিতে রঙের খেলা, বল দিয়ে খেলা, ওয়াটার গান দিয়ে খেলা, বাবলস বানানো, কাপড় কাচার খেলা, নৌকা ভাসানোর খেলা! চিনির ছোটবেলায় গোসলের প্রতি অনীহা ছিল। খেলাধূলা শুরু করার পর ভয়টা কেটে গেলো!