ঢাকা শহরে এখন বহু ইনডোর খেলার জায়গা হয়েছে! আমি নানা জায়গায় চিনি ও মধুকে নিয়ে যাই। সব জায়গা যে ক্রিয়েটিভ তা বলা যায় না। তবে একই জায়গায় একাধিকবার যাবার পর ওরা নতুন জায়গায় যেতে চায়। এ জায়গাটা একটা বইয়ের দোকান। বইয়ের দোকানের সাথে বেশ একটা খেলার জায়গা করেছিল। অবশ্য সেটা এখন আর নেই। কিন্তু ওখানে গেলে বই পড়তে আসা অন্যান্য শিশুদের সাথে খেলার আনন্দটা বেশ জমে যেতো! ওদের মধ্যে দেখতাম নানা গল্পও হচ্ছে! শিশুদের ব্যক্তিত্ব বুঝে রেসপন্স করার বিষয়টি ওদের এভাবেই আমি শাণিত করার চেষ্টা করেছি।