সবুজ ঘাসের খোঁজে ঘরতে ঘুরতে ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের মাঠটা পেয়ে গেলাম। দারুণ মাঠ! করোনাকালের আগ পর্যন্ত চিনি ও মধুকে নিয়ে বহুবার গিয়েছি। ওখানে গেলেই ওরা বাঁধনহারা হয়ে যেতো। খালি পায়ে দৌড়ানো, ঘাসের উপর শুয়ে পড়া, আলোছায়ার রোদের খেলায় মেতে ওঠা! কিছু কিছু মুহুর্তে শিশুরা বাঁধনহারা হয়ে যেতে চায়। এটা তেমনই মুহুর্ত ছিল! এইসব মুহুর্ত শিশুকে তো বটেই বড়দেরকেও রিফ্রেশ করে দেয়! সে সাথে মাটির ঘ্রাণ নেয়া, অন্যান্য গাছের পাতা ধরে ছুঁয়ে দেখা, খালি হাতে মাটি ছেনা; এ সবইতো খেলা! কোন বাঁধাধরা নিয়ম নেই তবু কি মজার আনন্দের ও প্রশান্তির খেলা!