কোন বস্তুর আঁকা ছবি যেমন চিনি ও মধুকে টানে, তোলা ছবিও টানে! এই টানের কারণটা বিস্ময়। কে তুলেছে? কিভাবে তুলেছে? কোথায় তুলেছে? এভাবে কেনো তুলেছে? কত কত প্রশ্ন! সব প্রশ্নের উত্তর আমি দিতে পারিনা। না পারলেও নিয়ে যাই কারণ ওদের প্রশ্নগুলো দারুণ লাগে। প্রশ্ন আছে মানেই কৌতূহল আছে এবং তৈরি হচ্ছে। চিনি ও মধুকে আমি একই ঘরানার পরিবেশের মধ্যে আবদ্ধ না রেখে নানা পরিবেশে নিয়ে যাবার চেষ্টা করি। নতুন পরিবেশ সব সময়ই ওদের জন্য উত্তেজনাকর! কারণ তারা নতুন কিছু দেখার অভিজ্ঞতা অর্জন করে।