একবার আমার বোনের কল্যাণে শিশুদের খেলাধূলা করার একটা জায়গা খুঁজে পেলাম। সাধারণত খেলা মানেই স্লিপার, বল এসব থাকে। ওখানে দেখা গেলো শিশুদের বাজার করার কর্ণার আছে। ওরা নিজেরাই একটা বাস্কেট নিলো। ফল, খাবার সব ওজন মেশিনে ওজন করে ঝুড়িতে নিলো। বাজার করে সোজা চলে গেলো কুকিং কর্ণারে! দারুণ আনন্দ করে রান্না রান্না খেলেছে!। ওরা বাড়িতেও রুটি বানায়, সবজি কাটে প্লাস্টিকের ছুড়ি দিয়ে, হাড়ি পাতিল নিয়ে খেলে কিন্তু ওখানে বেশ গিছিয়ে খেলার সুযোগ পেয়েছিল। এরপর থেকে আমি বাড়িতে ওদের শপিং ব্যাগ দিয়ে রান্নার জন্য আনা সব্জিগুলো ওদের কাগজের টাকা দিয়ে কেনাকাটা করতে দেই। ওরা কেনাকাটা করে রান্না করে। দারুণ ব্যাপার হয় যখন ট্রেতে গুছিয়ে নাস্তা সাজায়। এই রান্না খেলায় কোন ছেলে বা মেয়ের ব্যাপার নেই কিন্তু! এটা সকল শিশুদের জন্য দারুণ একটা খেলা। এ খেলার মধ্য দিয়ে চিনি ও মধ্য গণনার বিষয়টা ধরতে পেরেছে। কনভারসেশন এগিয়ে নিয়ে যেতে শিখেছে, দরাদরি করতে শিখেছে, রান্নার কম্বিনেশন ও তাপমাত্রা সম্পর্কে শিখেছে, খাবার পরিবেশন সম্পর্কে শিখেছে, একসাথে নির্ভেজালে খেলতে শিখেছে।