আমি একবার জেনেছিলাম, শিশুদের মধ্যে কৌতূহল তৈরি করতে হলে আকাশ দেখা শেখাতে হবে। খালি চোখেই রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে চাঁদ, তারা, মেঘ কত কিছুই দেখা যায়? চিনি ও মধুর প্রশ্ন ছিল এই মেঘগুলো যায় কোথায়? চাঁদ কেন রাতে দেখা যায়? মেঘ তো তুলার মতো দেখতে। কোথায় যায় মেঘ? আমরা মাঝে মাঝেই ছাদে পাটি বিছিয়ে শুয়ে শুয়ে আকাশ দেখি। বাসায় একটা টেলিস্কোপ আছে। সেই টেলিস্কোপ দিয়ে ওদের বাবা আকাশের চাঁদ দেখায়। মাঝে মাঝে তিনজন মিলে খবরের কাগজ দিয়ে মডেল বানায় এবং রঙ করে। কৌতুহলের সাথে সাথে সময়টাও খুব দারুনভাবে কেটে যায়। গে!