আমাদের পরিবারে সদস্য সংখ্যা পাঁচ। আমি, আমার দুই কন্যা, কন্যাদের বাবা ও দাদা। আমি মাঝে মাঝে এমন সব খেলার ডিজাইন করি যেগুলো পাঁচ জনই একসাথে খেলতে পারি। এই যেমন একসাথে লুডো খেলা, সিনেমা দেখা, মেহেদী দেয়া, গল্প করা, নাস্তা খাওয়া, রূপচর্চা করা, নাচ করা, ফুটবল খেলা। আমি যখন পাঁচ জনের জন্য অ্যাক্টিভিটি ডিজাইন করি তখন বয়স ও জেন্ডারভেদে ডিজাইন করি খুব সতর্কভাবে যাতে কতে চিনি ও মধুর মধ্যে সর্তকভাবে ছেলে ও মেয়েদের খেলা আলাদা এই বিষয়ের ভাবনা তৈরি না হয়। একই সাথে ওরা জেনো বুঝতে পারে যে যে কোন বয়সের মানুষ একসাথে সুন্দর সময় কাটাতে পারে। সবাইকে নিয়ে আনন্দ করা যায়, এগিয়ে যাওয়া যায়।