চিনি ও মধুর বাবার দায়িত্ব হলো প্রতিদিন ওদের রাতে দাত মাজিয়ে বিছানায় নিয়ে যাওয়া। বিছানায় যাবার সময় ওরা বাবার পড়ে শোনানোর জন্য বই নিয়ে যায়। ওটা তখন ওদের তিনজনের বেডটাইম স্টোরির সময়। বাবা বই পড়ে শোনানোর পর ওরা দুজনে যার যার মতো করে গল্পটা বলে। ওদের এটা প্রতিদিনকার রুটিন। এছাড়াও বাবার সাথে নানা অ্যাক্টিভিটি করে একসাথে। আকাশের তারা ও গ্রহদের ছবি আঁকা, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা, বাবার লাইব্রেরিতে গিয়ে একসাথে বই পড়া। আমি খেয়াল রাখি যেনো ওরা বাড়ির সকল সদস্যদের সাথে কোয়ালিটি সময় কাটানোর সুযোগ পায়। এটা ওদের সুন্দর সময়ের পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠার সুন্দর পরিবেশ নিশ্চিত করে। আরেকটা বিষয় সম্পর্কে ওরা বেশ সতর্কভাবেই জানে যে বাড়িতে কাজ ভাগ করে নিতে হয়। একজনের উপর সব দায়িত্ব থাকতে পারে না। ওদের দায়িত্ব যেমন তাদের মায়ের, তেমন বাবার ঠিক তেমনি দাদার।