স্টিম (STEAM:- Science, Technology, Engineering, Art and Mathematics) বেইজড অ্যাক্টিভিটির উপরেই আমার কাজ। চিনি ও মধুকে নিয়ে বহু স্টিম বেইজড অ্যাক্টিভিটি করা হয়েছে। আমাদের একটা অ্যাক্টিভিটি যেটা প্রায়ই করা হয় সেটা হল থ্রিডি মডেলিং। আমরা প্লে-ডো এবং টুথপিক দিয়ে নানা শেপের মডেল তৈরি করি। বাড়ির মডেল তৈরি করার পর সেটা ব্যাল্যান্সের উপর নির্ভর করে লেয়ার বাড়ানো যায়। কয়েকটা লেয়ার তৈরি করার পর টেবিলের উপর খুব জোরে জোরে চাপড় দিয়ে পরীক্ষা করা যায় যে লেয়ারগুলো টিকে থাকে কি না বা আরও স্টেবল করার জন্য ফাউন্ডেশন কিভাবে মজবুত করতে হবে। এভাবে ভূমিকম্পের পরীক্ষাও করা যায়। শেপস শেখার জন্য এ ধরনের থ্রি-ডি মডেলিং একটা দারুণ স্টিম বেইজড অ্যাক্টিভিটি।