মধু হল আমার আঁকিবুঁকি পার্টনার। আমরা দুজনে মিলে ছবি আঁকি ও রঙ করি। এ আমাদের দারুণ এক খেলা। দুজনে মিলে এঁকে মেলানো যে কার আঁকা কেমন হয়েছে, রঙ করে মেলানো, ছবি দিয়ে গল্প তৈরি করা এ এক দারুণ খেলা আমাদের জন্য। আমার দুই কন্যার সাথে দুই রকমের পার্টনারশিপ। মধুর সাথে আঁকিবুঁকি আর চিনির সাথে এডভেঞ্চার এর প্ল্যান করা। আমি যখন ওদের সাথে আলাদা আলাদাভাবে সময় কাটাই তখন ওরা খুব স্পেশাল অনুভব করে। একে অপরকে বলে আজ মা আমার সাথে এটা করেছে। গল্প বলার সময় ওদের মুখটা ঝলমল করতে থাকে। এ আনন্দে যে একজন এমন একটা কিছু মায়ের কাছ থেকে পেলো যা আরেকজন পেলো না! অবশ্য আমি মাঝে মাঝেই ওদের নিয়ে এই কাজগুলো একসাথে রিপিট করি কিন্তু ওরা প্রত্যেকেই যে আমার কাছে বিশেষ এটা ওরা ঐ আলাদা করে সময় কাটানোর মধ্য দিয়েই শিখতে পারে।