আমাদের সময় কাটানোর একটা চমৎকার মাধ্যম হল ফেস পেইন্ট। চিনি ও মধু মাঝে মাঝেই পেইন্ট করে রাজা সাজে, রাক্ষস সাজে, বেড়াল সাজে। যখন সাজে তখন নিজেদেরকে তাই ভেবে নিয়ে সেভাবেই কথা বলে, ডায়ালগ তৈরি করে। মাঝে মাঝে আমি সাজিয়ে দেই, আবার নিজেরাও রঙ দিয়ে ইচ্ছেমতো পেইন্ট করে ঘুরে বেড়ায়। শেখার চাইতেও এটা বিমল আনন্দের তাদের কাছে।