হঠাৎ ঢাকা শহরে ক্লে-স্টেশন আবিষ্কার করে ফেললাম। ওখানে ছোট-বড় যে কেউ গিয়ে মাটি দিয়ে তৈরি করা জিনিস রঙ করতে পারে, কিছু বানাতে পারে। চিনি ও মধুকে সেখানে নিয়ে গিয়েছি একাধিকবার। কোভিডের আগে ও সময়। আমরা চারুকলার একজন ছাত্রীকে দিয়ে গড়ার মতো মাটি আনিয়ে নিয়েছিলাম। সেই মাটি দিয়ে চিনি ও মধু নানা কিছু বাড়িতে তৈরি করে। মাটি ছেনে তৈরি করার বিষয়টা ওরা খুব উপভোগ করে। অনেকক্ষণ ধরেই তারা খেলতে থাকে, বানাতে থাকে। বানানো জিনিস শুকিয়ে গেলে রঙ করতে বসে। এটা একদিনেই করে এমন নয়! ওরা কয়েকদিন ধরেই আস্তে আস্তে কাজটা করে। নতুন কিছু বানানো, দারুণ সময় কাটানো, হাত দিয়ে স্পর্শ করে মাটি ছেনার আনন্দ- এর সবই হয়! কিছু মাটি এনে রেখে দিলে ক্ষতি কি?