দোকানে বই কিনতে গিয়ে ইংরেজিতে একটা বই খুব পছন্দ হয়ে গেলো! বইটার বিষয় শব্দ। একটা ভাল্লুকের নাক ডাকার শব্দ খুঁজতে গিয়ে কত কত রকমের শব্দের সন্ধান যে খুঁজে পাওয়া গেলো! এই গল্পের বইটি আমরা বাড়িতে এনে নানাভাবে পড়েছি। মুখ দিয়ে শব্দ তৈরি করে, পদার্থ দিয়ে শব্দ তৈরি করে এমনকি প্রকৃতির মাঝে গিয়ে শব্দ খুঁজে! একদিন হাঁটতে গিয়ে দেখলাম অনেক শুকনো পাতা মাটিতে পড়ে। চিনি ও মধু হাঁটতে শুরু করলো! “মা! কি মজার শব্দ হচ্ছে দেখো!” শব্দ কি শুধুই শেখার তা কিন্তু নয় বরং শব্দ আনন্দেরও!