চিনি ও মধুকে নিয়ে সব সময়ই কিছু কিছু করার প্ল্যান চলেই। একবার মনে হল আচ্ছা কিচ্ছু না করে কি কিছুই করা যায় না? এই যেমন ঘাসের উপর বা কোথাও শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা? শান্ত এবং ধীর স্থিরভাবে? আমরা করে দেখেছি খুব ভালোভাবেই সময় কেটে যায়। এতো বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে কত কতই না খেয়াল মনে চলে আসে! ঠিক দুপুরবেলায় মধু বেঞ্চিত উপর শুয়ে পড়েই বললো, “আচ্ছা মা, সূর্য কোথায়?”