প্রকৃতির মাঝে গেলে আমি চিনি ও মধুকে যতখানি স্বতস্ফূর্ত দেখি অন্য সময় কিন্তু পাই ঠিক অন্যভাবে। সবুজ ঘাসের উপর দিয়ে ছুটে বেড়ানো খালিপায়ে; ফুল, পাতা সব কিছুর ঘ্রাণ নেয়া; এলোমেলো ছুটে বেড়ানো, নতুন কীট এবং পতঙ্গের সন্ধান করা সহ আরও কতকিছু! আমরা অবশ্য ফুটবল সহ অন্যান্য আউটডোর খেলনাও বাইরে নিয়ে যাই। শারীরিক কসরতের জন্য প্রকৃতি অন্যতম।