জায়গাটার নাম ক্লে স্টেশন। এই জায়গাটার সন্ধান আমি প্রথম পাই আমার বন্ধুর কাছে। চিনি ও মধুকে নিয়ে যাই। সাথে তাদের বাবা ও দাদাও ছিলেন। আমরা প্রথমবার আমাদের বিবাহবার্ষীকি উদযাপন করতে গিয়েছিলাম। পুরো পরিবার একসাথে ক্লে দিয়ে কিছু বানিয়ে রং করেছিলাম। এর পর আমরা একাধিকবার গিয়েছি। মনের মতো কিছু তৈরি করা এবং রং করা; কি যে আনন্দের আমাদের জন্য! ফ্যামিলি এক্টিভিটি হিসেবেও এটা বেশ দারুণ! সুন্দর সময় কেটে যায়!