কৌতূহল তৈরি করতে ছোট থেকে বিজ্ঞানের চর্চার বিকল্প নেই। শুরুটা ম্যাগ্নিফাইং গ্লাস দিয়েই হতে পারে। হাতে চুম্বকও কিন্তু দেয়া যায়। ম্যাগ্নিফাইং গ্লাসের মজাটা ওদের ধরতে সময় লেগেছিল। তবু ঘরে একটা পোকামাকড় খুঁজে পেলেই দৌড়ে ম্যাগ্নিফাইং গ্লাস নিয়ে আসতো। দেখতে পারুক বা না পারুক। সময়ের সাথে এর ব্যবহার এবং প্রয়োগ আস্তে আস্তে শিখছে। শুধু খালি চোখে দেখা নয় বরং আরও ভালোভাবে দেখার বিষয়টা ধরতে চেষ্টা করছে।