আমাদের বাসার বারান্দায় চিনি ও মধুর জন্য একটা ছোট্ট কর্ণার সাজিয়েছি। এই কর্ণারে ওদের আঁকা ছবি, বানানো থ্রিডি মডেল প্রদর্শন করা হয়। ছবি আঁকার পর পরই আমি দেখেছি ওরা দেয়ালে বা কোথাও লাগাতে চায়, সবাইকে তাদের কাজ দেখাতে চায়। দেয়ালে আঁকার অভ্যাস ওদের ভেতরে আমি তৈরি করিনি। ওরা দেয়াল পরিষ্কার রাখতেই দেখেছে। কিন্তু ওদের একটা নিজস্ব জায়গাতো দেয়া চাই তাইনা? সেজন্যেই এই ব্যবস্থা। ওরা আঁকে, ছবি লাগায় আর আমরা বাড়িরে সকলে বা কেউ বাড়ি এলে ঘুরে ঘুরে দেখি, দেখাই। ওরা বড় আনন্দ পায়।