টেলিভিশনে স্কুটি দেখার পর থেকেই স্কুটি চালাতে চাইলো। কিনে দেয়া হলো। বাড়ির ভেতরে কিছুটা জায়গা থাকায় বাড়ির বাইরের পাশাপাশি ভেতরেও চালায়। খেয়াল করে দেখেছি ব্যাল্যান্সের বিষয়টা ভালো ধরতে পেরেছে। টার্ন নেয়া, ইচ্ছে মতো থামানো, চারপাশের জিনিসের মধ্য দিয়ে সাবধানে চালানো, চারপাশে তাকিয়ে চলা — এই বিষয়গুলো দারুন ধরতে পেরেছে। এটা দেখলাম দারুন এক ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর সেই সাথে খেলা ও সময় কাটানো।