বেড টাইম স্টোরির চর্চাটা আমাদের বাড়িতে আছে। রাতেরবেলা মশারি টাঙ্গানো হলে মশারির ভেতরে ঢুকে বাবা তাঁর দুই কন্যা নিয়ে বই পড়েন। চিনি ও মধু শোনে। পড়ে অবশ্য নিজেদের মতো করে বলার চেষ্টা করে। বলার চেষ্টার সাথে সাথে দেখলাম ওদের যে কোনো ঘটনা গুছিয়ে বলার দক্ষতা তৈরি হচ্ছে। চিনির কথা বলার ক্ষেত্রে ছোটবেলা থেকেই জিভে একটা জড়তা ছিল। গল্প বলার চেষ্টার সাথে সাথে ওর এই জড়তা আস্তে আস্তে কমে গেলো। সমস্যা পুরোপুরি এখনও যায়নি তবে অনেক উন্নতি হয়েছে কথার আর উচ্চারণের।