কাতারে গিয়ে পোকা ধরার ও দেখার একটা বাগ কিট নিয়ে এসেছিলাম। দারুন। চিনি ও মধু পোকা ধরে ধরে কিটে বন্দী করে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণের সময় খেয়াল করে পাখা আছে কিনা, ক’টা পা আছে, চোখ কেমন, কীভাবে নড়াচড়া করে। দেখার দক্ষতা এখনও তেমন তৈরি না হলেও চেষ্টা করে। এটা ওদের কাছে এক রকম খেলাই। চিনি ও মধু দুজনে মিলেই যেহেতু করে কাজেই এদের নিজেদের মধ্যে পোকা নিয়ে বেশ কথাবার্তা হয়। আমি শুনি। বোঝার চেষ্টা করি ওদের পর্যবেক্ষণের দক্ষতা তৈরি হচ্ছে কি না।