খেলার জন্য আমি সফট টয় কিনে দিয়েছি সব সময়। গল্পের বইয়ের নানা চরিত্রের সফট টয় কিনতে পাওয়া যায়। ধরতে তুলতুলে তো বটেই, হালকা হবার কারণে ওরা বেশ বয়ে নিয়ে বেড়ায় এদিকে-সেদিকে। সাজায়, কাপড় পড়ায়, যত্ন করে, ডাক্তার দেখায়, পটি ট্রেনিং দেয়, লেখাপড়া করায় আবার মাঝে মাঝে শাস্তি হিসেবে গ্রাউন্ডেডও করে রাখে। আর এগুলো পরিষ্কার রাখাও কঠিন নয়। ধুয়ে ফেললেই হয়ে গেলো!