শিশুদের স্বাভাবিকভাবেই পশুপাখি পছন্দ। চিনি ও মধুরও পছন্দ। আমাদের বাসায় কোন পোষা বেড়াল বা কুকুর নেই তবে যেসব বাড়িতে আছে সেসব বাড়িতে চিনি ও মধুকে নিয়ে আমি যাই। ওরা ওদের সাথে সময় কাটায়, ওদের অনুভূতি বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে ওরা কোন খেলনা নয় বরং ওদের প্রাণ আছে এবং ওরা ভালবাসাটাই ভালোবাসে! আমি অবশ্য চিনি ও মধুকে কথা দিয়েছি যখন ওরা নিজেদের দেখাশোনা পুরোপুরিভাবে নিজেরা নিতে পারবে তখন ওরা পোষা বেড়াল বা কুকুর বাড়িতে রাখতে পারবে। শুধু সময় কাটানোর জন্য নয় বরং ভালোবেসে ওদের যত্ন নেবার দায়িত্ব থেকেই রাখবে।