সি মানে চিনি আর এম দিয়ে হয় বাংলা শব্দ মধু। আমার দুই কন্যাকে আমি ডাকি চিনি ও মধু বলে। ওরা আমার জীবনে আসার পর থেকেই নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে ওদের সাথে সময় কাটিয়ে যাচ্ছি। শিশু-শিক্ষা নিয়ে কাজের ক্ষেত্রে ওরা আমাকে দারুন ভাবে সাহায্য করছে। আমি হাতে-কলমে শিশু -শিক্ষার নানা তত্ত্ব ওদের উপর প্রয়োগ করার মাধ্যমে শিখছি। এই শেখাটাই আমাকে নিয়ত নানা রকম ‘অ্যাক্টিভিটির আইডিয়া’ তৈরি নিয়ে ভাবতে সাহায্য করছে। কতভাবে যে শিশুদের সাথে সময় কাটানো যায়! কতভাবে যে বাড়ির পরিবেশকে শিশু-বান্ধব করে গড়ে তোলা যায়! কত ভাবেই না আমরা শিশুদের সাথে কমিউনিকেশনের ভাষা তৈরি করতে পারি! প্রতিনিয়ত ওদের নিয়ে ভাবা মানেই শিশু-শিক্ষার জন্য নানা আইডিয়া নিয়ে কাজ করে যাওয়া। আমি এখন তাই করে যাচ্ছি। আমার এই পদ্ধতির নাম দিয়েছি ‘লার্নিং সি-এম ওয়ে’! দেখুনতো এই পদ্ধতি আপনাদের কেমন লাগে!