রং নিয়ে আমাদের বাড়িতে হুলুস্থুল কাণ্ড হয়। কদিন আগে আমরা তিনজন মিলে রোবট বানালাম। কাগজ দিয়ে। এরপর রং করা হল। রং করার সময় চিনি ও মধু যে শুধু জিনিস রং করে তা নয়, নিজেদের গায়ে, জামায়, মুখে, ফ্লোরে রং মাখায়। এই রং মাখামাখি ওরা দারুণ উপভোগ করে। বাড়িতে অবশ্য কড়া নিয়ম আছে। রং মাখিয়ে নিজেদেরই আবার পরিষ্কার করতে হবে। কিন্তু রং মাখার পর আনন্দে ওদের মুখ ঝলমল ঝলমল করতে থাকে। মনে হয় ওদের ভেতরের ইচ্ছে মতো যা-খুশি করার চাওয়া পূর্ণ হল। ওরা হা রে রে রে সুরে গান গায়। মনের অনেকখানি বাষ্প বেড়িয়ে যায় বলেই মনে হয় কারণ এরপর ওদের যা বলা হয় ঠিক তাই শোনে।