সময়ের সাথে ওরা বড় হয়ে যাচ্ছে। ওদের নিজেদের মধ্যকার সম্পর্ক মজবুত হয়েছে। যে কোন কাজ ভাগ করে সমাধান করতে শিখেছে। সব কিছুতো আর বলে বোঝানো যায় না! অনেক সময় আমি নিজেই মুহুর্ত তৈরি করে দেই, চ্যালেঞ্জ দেই। ওরা সেটা লুফে নেয়। নিজেদের বুদ্ধি খাটিয়ে সেটা করে ফেলার চেষ্টা করে। আমি চাই ওরা বুঝতে শিখুক দশে মিলে করি কাজ। আমি চাই ওরা একসাথে মিলে চলবার সুফল সম্পর্কে জানুক! কাজেই ওদের জন্য এটা খেলাই আর পেছন থেকে আমি মুচকি মুচকি হাসতে থাকি আমার পরিকল্পনা সফল হতে দেখলে!